গোত্র কী? হিন্দুধর্মে গোত্র কতপ্রকার ও কী কী?

গোত্রঃ

গোত্র শব্দটির অর্থ বংশ বা গোষ্ঠীকে বোঝায়। সনাতন ধর্মে গোত্র মানে একই পিতার ঔরসজাত সন্তান-সন্ততি (সমূহ) দ্বারা সৃষ্ট বংশ পরম্পরা। বৈদিক শাস্ত্র অনুসারে, একটি বংশের রক্ত প্রবাহিত হয় পুরুষ পরম্পরায়। সূতরাং, বংশের রক্তের ধারক ও বাহক হলো পুরুষ। সনাতন ধর্মের বংশ রক্ষার ধারায় ছিলেন প্রথম সত্য যুগের শুরুতে ব্রহ্মার মানস সন্তানদের মধ্যে অন্যতম ঋষিগণ। পরবর্তীতে অন্যান্য ঋষির বংশ পরম্পরাও পরিলক্ষত হয়।

গোত্র কী? হিন্দুধর্মে গোত্র কতপ্রকার ও কী কী?

একেকজন ঋষির বংশ থেকেই তাদের নামে এক একটি গোত্র হিসেবে পরিচিত প্রকাশ পায়। সে হিসেবে একই গোত্রের বংশীয়গণ পরস্পর ভাইবোন সম্পর্ক এর মত। এভাবে একই বংশের স্বজনেরা পরবর্তীতে জীবিকা নির্বাহের প্রয়োজনে, সাধন-ভজন, পরমেশ্বর ভগবানের বাণী প্রচারের প্রয়োজনে ছড়িয়ে ছিটিয়ে পড়লে পিতার নামের সাথে গোত্র নামের গুরুত্ব প্রকাশিত হয়। যেমন- কাশ্যপ মুনির বংশধরেরা নিজেদের “কাশ্যপ গোত্রস্য” বা কাশ্যপ মুনির বংশ পরিচয় দিয়ে থাকেন।

এভাবে পর্যায়ক্রমে আরো অনেক গোত্রের নাম পাওয়া যায়। সনাতন ধর্মে প্রকট আছে যেসব গোত্র দেখা যায় তা হলো কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, বশিষ্ট গোত্র, বৃহস্পতি গোত্র, বিশ্বামিত্র গোত্র, জামদগ্ন্য গোত্র, শিব গোত্র, মৌদগল্য গোত্র, ভার্গব গোত্র, শান্ডিল্য গোত্র, আলম্ব্যায়ন গোত্র, ধনন্বন্তরি গোত্র, পরাশর গোত্র, সাবর্ণ গোত্র ইত্যাদি। একই গোত্রের লোকজনকে সমগোত্রীয় বলা হয়। সোজা কথা এরা পরস্পর নিকট-আত্মীয়। আর অন্যান্য গোত্রের লোকজনের সাথে তারা পরস্পর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ।এই কারণে যে,আমরা সবাই প্রপিতামহ ব্রহ্মা থেকেএসেছি।

সনাতন ধর্মে সমগোত্রে বিবাহ নিষিদ্ধ হওয়ার কারণ হিসেবে বৈদিক শাস্ত্রসমূহ বিশেষ করে মনুসংহিতায় বলা হচ্ছে, একই রক্তের সম্পর্কের কারো সাথে বিবাহ হলে সন্তান বিকলাঙ্গ, শারীরিক বা মানসিক প্রতিবন্ধী, মেধা ও বুদ্ধিহীন হযওয়ার সম্ভবনা বেশি থাকে। শিশু নানা রোগে জরাজীর্ণ হয়ে থাকার প্রবণতা দেখা যায়। তবে একই গোত্রে ১৪ পুরুষ পেরিয়ে গেলে তখন বিবাহ করা যেতে পারে। তবে তা যথাসম্ভব এড়িয়ে চলাই বাঞ্চনীয়।

চিকিৎসা বিজ্ঞানও মতে নিকটাত্মীয়দের মধ্যে বিয়ের পরিণামে সন্তান জন্মজনিত সমস্যা দেখা দেয়।তার মধ্যে জন্মগত ত্রুটি দেখা দেয়ার ঝুঁকি অনেক বেশি। ‍আপনারা সবাই দেখতে পাবেন ”দ্য ল্যানসেট” সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।

হিন্দু ধর্মে গোত্রের প্রকারভেদঃ

সনাতন ধর্মে যেসব অমরা সাধারণত যেসব গোত্র নাম শুনতে পাই তা হলো কাশ্যপ গোত্র, ভর্দ্বাজ গোত্র, বশিষ্ট গোত্র, বৃহস্পতি গোত্র, বিশ্বামিত্র গোত্র, জাম্দগ্ন্য গোত্র, শিব গোত্র, মৌদ্গল্য গোত্র, ভার্গব গোত্র, শান্ডিল্য গোত্র, আলম্ব্যয়ন গোত্র, ধন্ন্বন্তরী গোত্র, গৌতম গোত্র, পরাশর গোত্র, সাবর্ণ গোত্র,রাম গোত্র, ইত্যাদি।

অত্রি গোত্র , কংসারি, অগস্ত্য গোত্র, আলম্বায়ন গোত্র, আত্রেয় গোত্র, কাশ্যপ গোত্র, মৌদগল্য গোত্র, ভরদ্বাজ গোত্র, বশিষ্ট গোত্র, বৃহস্পতি গোত্র, বিশ্বামিত্র গোত্র, জামদগ্ন্য গোত্র, শিব গোত্র, ভার্গব গোত্র, শান্ডিল্য গোত্র, ব্যাসঋষি গোত্র, ধনন্বন্তরি গোত্র ,পরাশর গোত্র, চন্দ্রমহর্ষি গোত্র, সাবর্ণ গোত্র, কাত্যায়নী গোত্র , গৌতম গোত্র, ঘৃতকৌশিক গোত্র, নাগঋষি গোত্র, নাগেশ্বর গোত্র, চান্দ্রায়ণ গোত্র, বাঘ্রঋষি গোত্রহোবি ঋষি গোত্র, বাতস্য গোত্র, বৃদ্ধি গোত্র, কৌন্ডল্য গোত্র, শুনক গোত্র,কৃষ্ণাত্রেয় গোত্র, জাতুকর্ণ গোত্র, কাণ্ব গোত্র, কুশিক গোত্র, আঙ্গিরস গোত্র, গর্গ গোত্র, বিষ্ণু গোত্র, শক্তি গোত্র, অলাদীশ গোত্র, অত্রাশী গোত্র, উদয়ঋষি গোত্র।

৩৮ টি ব্রাহ্মণ গোত্র

বৈদিক শ্রৌতসূত্র অনুসারে ৩৮ টি ব্রাহ্মণ গোত্রের কথা উল্লেখ করা হয়েছে। যথাঃ-

  1. অগস্তা
  2. অব্য
  3. অনাবৃক্ষ
  4. অত্রি
  5. আত্ৰেয়
  6. আলম্বায়ন
  7. আঙ্গিরস
  8. কাঞ্চন
  9. কাণ্ব
  10. কাত্যায়ন
  11. কাণ্বায়ণ
  12. কাশ্যপ
  13. কৌন্ডিন্য
  14. কৌশিক
  15. কৃঞ্চাত্রেয়
  16. গর্গ
  17. গোতম
  18. গৌতম
  19. ঘৃতকৌশিক
  20. জমদগ্নি
  21. জৈমিনি
  22. পরাশর
  23. বশিষ্ট
  24. বাঘ্ৰপদ্য
  25. বিশ্বামিত্র
  26. বিষ্ণু
  27. বৃদ্ধি
  28. বৃহস্পতি
  29. বাসুকি
  30. বাৎস্য
  31. ভরদ্বাজ
  32. মৌদ্গল্য
  33. সাবর্ণ
  34. সাঙ্কতি
  35. সোঁপায়ন
  36. সৌকালীন
  37. শক্ত্রি
  38. শাণ্ডিল্য

সাধারণ প্রশ্নোওরঃ(FAQ)

হিন্দু ধর্ম মতে পৃথিবীর প্রথম মানুষ কে?

ব্রহ্মার সন্তান ও তিনি পৃথিবীর প্রথম মানুষ। যার নামানুসারে মানব জাতির নাম হয়। প্রথম মনু ছিলেন স্বয়ম্ভুব মনু। তিনি ছিলেন দেবতা ব্রহ্মার ‘মন-জন্ম পুত্র’ (মানসপুত্র) এবং শতরূপার স্বামী।

পৃথিবীতে কোন ধর্ম প্রথম এসেছে হিন্দু নাকি ইসলাম?

হিন্দুধর্ম হল বিশ্বের প্রাচীনতম।ধর্ম অনেক পণ্ডিতদের মতে, যার শিকড় এবং রীতিনীতি 4,000 বছরেরও বেশি পুরনো। আজ,1 বিলিয়নেরও বেশি অনুসারী সহ, হিন্দুধর্ম বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম ধর্ম, খ্রিস্টান এবং ইসলামের পরে। বিশ্বের প্রায় 94 শতাংশ হিন্দু ভারতে বাস করে।

আর ও দেখুনঃ

শ্রীরাম-এর মৃত্যু কিভাবে হয়েছিলো?

গণেশ একদন্ত বা একটি দাঁত ভাঙ্গে কেন?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top